কলারোয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্ঠি খাদ্য বিতরণ
আসাদুজ্জামান আসাদ
বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে অসহায় দুঃস্থ অপুষ্টি মানুষের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করা হয়েছে। “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ খাদ্য বিতরণ করা হয়। পুষ্টি খাদ্য তালিকায় রয়েছে, আলু-৪ কেজি, উন্নত মানের চাউল-৮ কেজি, ডাল-১ কেজি, সয়বিন তেল-১ লিটার, সাবান-১ টি, পেয়াজ-১ কেজি। এ উপলক্ষে রোববার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৮০জন অপুষ্টি মানুষের মাঝে ওই পুষ্টি খাদ্য বিতরণ করেন।
Leave a Reply