কসবায় টিসিবির পণ্য বিতরণ শুরু


 

মোঃ জামশেদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা

রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারাদেশের এক কোটি মানুষের মাঝে ন্যায্য মূল্য বিক্রি করছে চারটি পন্য। তারই ধারা বাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিম্ন আয়ের মানুষের সাশ্রয়ী মূল্যে ফ্যামিলি কার্ডের মধ্যমে পণ্য বিক্রয় শুরু করেছেন (টিসিবি)।

আর এই সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যের বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খান বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ মাঠে এই উদ্বোধন করেন তিনি।

কুটি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান উজ্জ্বল মিয়ার উপস্থিতিতে টিসিবি ডিলার আবু কাওসার এর মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হয়।

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, কুটি আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মুস্তাক আহাম্মেদ, যুগ্ম আহবায়ক শামীম রেজা, ইউপি সদস্য এলিম মিয়া, মোহাম্মদ ওবায়দুল্লাহ, তানিয়া আক্তার, জোসনা বেগম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আমিমুল এহসান বলেন, আজ কুটি ইউনিয়ন ৭৮৬ কার্ড ধারীর মধ্যে পণ্য দেওয়া হয়েছে। উপজেলায় আট হাজার ১৬ জন কার্ড ধারী ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোক্তারা সর্বোচ্চ এক কেজি চিনি ৬০ টাকা দরে কিনতে পারবেন। মসুর ডাল ৭০ টাকা দরে দুই কেজি, সয়াবিন তেল লিটার ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার, ছোলা ৫০ টাকা দরে কিনতে পারবে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *