কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৮ জন আসামি গ্রেফতার
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলা(অন্যান্য, চুরি, অবৈধ ভারতীয় নাগরিক) এর ০৫ (পাঁচ) জন আসামি ও মূলতবি গ্রেফতারি পরোয়ানা সিআর সাঁজা সহ ০৩ (তিন) জন, সর্বমোট= ০৮ (আট) জন গ্রেফতার।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয় এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল জনাব মোহাইমেনুর রশিদ এর মনিটরিং এ কালিগঞ্জ থানার বর্তমান চার্জ-অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত)/জনাব মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/শেখ তারিকুল ইসলাম, এসআই (নিঃ) জিয়ারত হোসেন, এসআই(নিঃ)/সঞ্জীব সমদ্দার, এসআই(নিঃ)/ওহিদুর রহমান সহ সংগীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং-১৭/০৪/২১ খ্রিঃ তারিখ নিয়মিত মামলা(অন্যান্য, চুরি, অবৈধ ভারতীয় নাগরিক) এর ০৫ (পাঁচ) জন আসামি ও মূলতবি গ্রেফতারি পরোয়ানা সিআর সাঁজা সহ ০৩ (তিন) জন, সর্বমোট= ০৮ (আট) জন আসামি গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।