চুনারুঘাট পুলিশের অভিযানে বাক প্রতিবন্ধি যুবতিকে অজ্ঞাতনামা আসামী কর্তৃক ধর্ষণ মামলার আসামী গ্রেফতার’

 

আব্দুল জাহির মিয়া চুনারুঘা থেকেঃ১৬ ফেব্রুয়ারি,বৃহস্পতিবার রাত অনুমান ০০.৪৫ ঘটিকা সময় অফিসার ইনচার্জ রাশেদুল হক এর নেতৃত্বে এসআই,মোল্লা রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে,আসামী মোঃ শাহআলম(২৭), পিতা- আঃনুর প্রকাশ মধু মিয়া, সাং- চন্দনা, চুনারুঘাট পৌরসভা, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ কে গ্রেফতার করে।

পরবর্তীতে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে চুনারুঘাট থানা সহ বিভিন্ন থানায় চুরি ও অন্যান্য ধারায় ০৬টি মামলা রয়েছে।চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক বলেন যেকোনো মূল্যে চুনারুঘাটের আইন-শৃঙ্খলার উন্নতি করা হবে অপরাধী যত প্রভাবশালীই হোক অন্যায় করে ছাড় পাবে না আইন সবার জন্য সমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *