1. nazmulrj40@gmail.com : md nazmul : md nazmul
  2. mizansatkhirapress@gmail.com : Satkhira Barta : Satkhira Barta
  3. tasahmed7@gmail.com : satkhira barta : satkhira barta
  4. shohaghassan0912@gamil.com : মোহনা নিউজ : মোহনা নিউজ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন

নাটোর RAB ক্যাম্প কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে একজন আসাধু গুড় ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৩৯ Time View

নাটোর RAB ক্যাম্প কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে একজন আসাধু গুড় ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা।

নিউজ ডেক্সঃ

সিপিসি-২, নাটোর RAB ক্যাম্প এর একটি অপারেশন দল, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে ইং ২৩ এপ্রিল, ২০২১ তারিখ ১১:০০ ঘটিকা হতে ১৩:০০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট মোড়স্থ সরদার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে-
(ক) ভেজাল গুড়-১২,০০০ কেজি
(খ) ফিটকিরি- ১২ কেজি
(গ) সাদা আটা- ১০ কেজি
(ঘ) চিনি-৯০০ কেজি সহ আসামি-
(১) মোঃ রবিউল ইসলাম (৬০), পিতাঃ- মৃত আফজাল হোসেন, সাং- পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট মোড়, থানা- লালপুর, জেলা- নাটোর কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অসাধু ব্যবসায়ী বিজ্ঞ ভ্রাম্যমান আদালতের নিকট দোষ স্বীকার করে।
বিজ্ঞ আদালত অভিযুক্তকে ৩ মাসের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করেন। চিনি ব্যতীত অন্যান্য জব্দকৃত আলামত সমূহ ধ্বংসের আদেশ দিলে তা ধ্বংস করা হয়। ৯০০ কেজি চিনি প্রকাশ্য নিলামের মাধ্যমে ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। উক্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ব্যবসায়ী জব্দকৃত আলামত চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
এ ঘটনায় নাটোর জেলার গুরুদাসপুর থানায় “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” এ মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান উপদেষ্টা

মো: মোশারফ হোসেন
প্রযুক্তি সহায়তায়: csoftbd