মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।
বিরল উপজেলার সূর্য সন্তান বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ বৃহস্পতিবার (০১ জুন) সকাল ১১টা ১৫ মিনিটে তার নিজ বাড়ী উপজেলার ০৫নং বিরল ইউপির বিরল বড়পুকুর গ্রামে ইন্তেকাল করেন।
না ফেরার দেশে চলে যাওয়া বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন’কে আজ বৃহস্পতিবার (০১ জুন) বিকাল সাড়ে ৫টায় রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বিরল থানার একদল চৌকস পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এতে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল ওয়াজেদ, উপজেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রহমান আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মালেক প্রমূখ।
গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদা শেষে বাদ এশা বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজার নামাজ এবং রাত ৯টায় উপজেলার ০৫নং বিরল ইউপি’র ব্যাঙ্কুরি স্কুল মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বিরল বড়পুকুরে অবস্থিত পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply