মাদকে ভাসছে সদরের তিন ইউনিয়ন

মোঃ আরশাদ আলী

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ

মাদকের ভাসছে সদরের ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী দেখার জন্য কেউ নেই, সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার বিষয়টি দেখবেন কি? এলাকার সূত্র জানা গেছে এই তিন ইউনিয়নের একাধিক মাদক ব্যবসায়ী মাদক নিয়ে ধরা পড়ে জেল খেটে বাড়ী এসে আবারো চালিয়ে যাচ্ছে তাদের রমরমা মাদক ব্যবসা। এই তিন ইউনিয়নের একাধিক জায়গায় মাদক বিক্রি হচ্ছে। ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর বাজার, , চাঁদপুর বাজার, সুপরিয়া ঘাটা,ব্রহ্মরাজপুর ইউনিয়নের ব্রহ্মরাজপুর বাজার, ব্রহ্মরাজপুর শ্মশান ঘাটা, বেলতলার মোড়, দোয়া খোলা ভাটার মোড়, গীতার বাঁশ বাগান, ফিংড়ী ইউনিয়নের ফিংড়ী বাজার, গাভা কলেজ মোড়, বালিথা সামাদের মোড়, এল্লারচর বাজার, ব্যাংদহ বাজার, কুলতিয়া মোড় সহ এই তিন ইউনিয়নের অলি গলিতে বিক্রি হচ্ছে গাজা মদ ফেনসিডিল হিরোইন ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য। এতে করে ধ্বংস হচ্ছে যুব সমাজ বাদ পড়ছে না স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা তারা তাদের হাতের কলম ফেলে দিয়ে হাতে তুলে নিচ্ছে মরণ অস্ত্র জড়িয়ে পড়ছে চুরি ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম। বেপাকে পড়েছে অভিভাবক মহল। তাই সচেতন এলাকাবাসী মাদক বন্ধসহ সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা ক


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *