মোঃ ইকরামুল হক রাজিব স্পেশাল ক্রাইম রিপোর্টার
আগামী ২১ মে অনুষ্ঠেয় মোল্লাহাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে রোববার (২১ এপ্রিল) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন, তারা হলেন-
মোহাম্মদ শাহিনুর আলম সানা, তাজউদ্দীন আহমেদ পিকিং, মোহাম্মদ নাসির শেখ , ও রুমকি আলম,
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন, তারা হলেন- মোহাম্মদ নজরুল ইসলাম মিল্টন, চৌধুরী মনিরুজ্জামান মিনু, ও শেখ ফজলে রাব্বি সৌরভ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন, তারা হলেন- রিনা পারভিন, শারমিন আক্তার, চম্পা ইসলাম সাথী, ও ইলা বসু।
জানা গেছে, ‘নির্বাচন কমিশন এ বছর উপজেলা নির্বাচনে প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ মে মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ হবে ২ মে।
Leave a Reply