সাতক্ষীরার শীবতলায় তোফাজ্জেল-শহিদুল পরিষদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

 

আজহারুল ইসলাম সাদী:
৩০ ডিসেম্বর সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-১৫৭৩)এর ত্রি-বার্ষিক নির্বাচন।
এ উপলক্ষে তোফাজ্জেল-শহিদুল পরিষদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর)
শীবতলা স্থানীয় শ্রমিকনেতা আব্দুল জব্বারের সভাপতিত্বে আজিজুল ইসলাম মিঠুর সঞ্চালনায় নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সিবিএ’র সাবেক নেতা শেখ হারুণ অর রশিদ। নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন ছাতা প্রতিক নিয়ে অংশগ্রহণকারী সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মো: তোফাজ্জেল হোসেন, ঘড়ি প্রতিক নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী দিদারুল ইসলাম, কুড়াল প্রতিকে সহ সাধারণ সম্পাদক প্রার্থী রমজান আলী, কলস প্রতিকে মো. বাবর আলী, সিংহ প্রতিক নিয়ে সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো: আব্দুল কাদের মোড়ল, গরুর গাড়ি প্রতিক সহ সাংগঠনিক সম্পাদক প্রার্থী তবির হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উড়োজাহাজ প্রতিক নিয়ে সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী মো: শাজিদুল ইাসলাম বাবু, চশমা প্রতিক নিয়ে সহ সভাপতি ছাইদুল ইসলাম, ডালিম প্রতিকে কোষাধ্যক্ষ প্রার্থী রুহুল কুদ্দুস, কর্ণিক প্রতিকে দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম খোকন, ফুটবল প্রতিকের ক্রীড়া সম্পাদক প্রার্থী হাবিবুর রহমান, ডাব প্রতিকের সমাজ কল্যাণ সম্পাদক প্রার্থী হোসেন আলী, হারিকেন প্রতিকে প্রচার সম্পাদক প্রার্থী শফিকুল ইসলাম, ট্রাক প্রতিকের সহ প্রচার সম্পাদক প্রার্থী মিজানুর রহমান, উট পাখি প্রতিকের যোগাযোগ সম্পাদক প্রার্থী জালাল উদ্দীন, আম প্রতিকে ধর্ম বিষয়ক সম্পাদক প্রার্থী শাহাজান আলী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মাইক প্রতিকে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী কবির হোসেন খোকন, রিকশা প্রতিকের রবিউল ইসলাম, বই প্রতিকে শেখ কাদের, ইজিবাইক প্রতিকের মফিজুল ইসলাম, টেলিফোন প্রতিকের তপন কুমার সরকার সহ সংগঠনের নেতা ও শতশত কর্মী-সমর্থকরা। দুর্নীতি ও মাদক মুক্ত ইমারত শ্রমিক ইউনিয়ন গড়তে তোফাজ্জেল-শহিদুল পরিষদকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়ে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শ্রমিক নেতা ও জেলা আ.লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন গড়তে সাধারণ শ্রমিকরা যোগ্য প্রার্থীদের ভোট দিবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, এ পরিষদ জয়লাভ করতে পারলে ছবিসহ নির্ভুল ভোটার তালিকা তৈরি করবে। বিগত ১৮ বছর যাবত অত্র শ্রমিক ইউনিয়নের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার চেয়ে সদস্য কমেগেছে। তাই শ্রমিকদের নায্য অধিকার আদায়ের লক্ষে তোফাজ্জেল-শহিদুল পরিষদ কে বিজয়ী করতে হবে।