সাতক্ষীরায় ৭০০ গ্রাম গাঁজা সহ ১ জন আসামি গ্রেফতার
মাননীয় পুলিশ সুপার,সাতক্ষীরা মহোদয়ের দিক নির্দেশনায়
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), সাতক্ষীরা মহোদয়ের তত্ত্বাবধানে জনাব মোঃ ইয়াছিন আলম চৌধুরী, আফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা সাতক্ষীরার নের্তৃত্বে এসআই/ মো: মোস্তফা আলম , এএসআই/মাজেদুল ইসলাম, এএসআই/ ইমামুল মোল্যা ও ফোর্স কর্তৃক ইং ২৫.০৬.২১তারিখ রাতি ১৯.২০ ঘটিকায় মাদক ব্যবসায়ী ১। মো: ফিরোজ গাজী. পিং- মো: কেনা গাজী , গ্রাম-দক্ষিণ কুলিয়া, থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে অত্র থানাধীন শ্রীরামপুর সাকিনের জনৈক শহিদুল ইসলামের নামক কাঠগোলার সামনে থেকে ৭০০(সাতশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আটক করেন। অদ্য ২৬.০৬.২০২১ তারিখ সকাল ০৯.৩৫ ঘটিকায় আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।