সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি,

আজ (১৭ই মে )রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কার্যালয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা,পৌরসভা, সদর উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুর রশিদ, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, যুগ্ন-সাধারন সম্পাদক কাজী শাহেদ পারভেজ ইমন, জেলা ছাত্রলীগ নেতা খায়রুল্লাহ আরাফাত, জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, পৌর ছাত্রলীগের ৯ টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দ, সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হলে এখন থেকেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।