সাতক্ষীরা টু চাপড়া সড়কের দু’পাশে শত শত মরা গাছ। অবিলম্বে অপসারণ করা দরকার।

মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে ।
সাতক্ষীরা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সাতক্ষীরা টু চাপড়া সড়কের দুপাশ দিয়ে শতশত মরা গাছ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ২৪ কিলোমিটার দৈর্ঘ্য এ সড়কটির দুপাশ দিয়ে ২০ বছর পূর্বে লাগানো রেন্ট্রি/ শিশু গাছগুলো লবণাক্ততার কারণে কিংবা পোকার আক্রমণে মারা গেছে বলা হলেও ঠিক কি কারনে মরেছে তা জানা যায়নি। কিন্তু গাছগুলো গত কয়েক বছর পূর্বে মারা গেলেও অদৃশ্য কারণে অপসারণ করা হয়নি।ফলে এসব রাস্তা দিয়ে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার পথচারী ও যানবাহন হুমকির মুখে আছে বলে স্থানীয়রা জানিয়েছেন।প্রতিদিন এসব গাছের ছোট-বড় ডাল ভেঙে পড়ছে এবং অহরহ ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বর্তমানে এ রাস্তা দিয়ে চলাচল কারী দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিয়ে কথা বললে সাতক্ষীরা বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার বেগম বলেন জেলা পরিষদের আবেদন পেলে এসব মারা গাছগুলো কেটে ফেলার ব্যবস্থা করা হবে। সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন খুব শীঘ্রই গাছগুলো কেটে ফেলা হবে। সরকারি নীতিমালা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেই গাছগুলো কর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন জেলা পরিষদের সমন্বয় সভায় আলোচনা হয়েছে।এসব গাছ গুলো পরিবেশ গতভাবে উপযোগী না থাকায় অবিলম্বে কত্তনপূর্বক নতুন গাছ রোপন করতে হবে। যেহেতু গাছগুলো পোকামাকড়ের আক্রমণে মারা গেছে। জেলা পরিষদ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন। খুব তাড়াতাড়ি অপসারণ করা দরকার। সচেতন এলাকাবাসী অবিলম্বে যথাযথ ব্যবস্হা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন।