একজন মাছ ব্যবসায়ীকে নিঃশ্ব করে দিলো দূর্বৃত্তরা
তরিকুল ইসলাম (তারেক)খুলনা ব্যুরো
সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় ৪নং লাঈলঝাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর ক্ষুদ্র মাছ ব্যবসায়ী রউতস, পিতা সুখচান তার লোন করে নেওয়া ঘের, আজ শনিবার সকালে মাছ ধরবে বলে আসছিলো কিন্তুু তার মাছ আর ধরা হলো না , তার ধারনা মতে কে বা কারা এসে তার ঘেরে রাতের বেলা হঠাৎ করে গ্যাস ট্যাবলেট ও বিষ বিস্ফোরক করে তার পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মাছ মেরে ফেলে,
এত এলাকার মানুষ জন বলেন যে সে এক জন গরিব মানুষ তার এত বড় ক্ষতি আসলে মেনে নেওয়া যায় না, ইউপি সদস্য নুর হোসেন বলেন তার হয়ত পূর্ব জেদ ধরে এই ঘটনা ঘটেছে আমরা তার সঠিকভাবে বিচার চাই, কারন সে একজন দিন খেটে-খাওয়া মানুষ তার কাঁধে সমিতির চাপ রয়েছে,রয়েছেন তার পরিবার, সে এখন কি করবে দিশেহারা, আমরা এলাকাবাসি তার পক্ক্ষে সে যেনো সঠিক বিচার পায় সরকার ওপ্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
Leave a Reply