সাতক্ষীরা কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন

সাতক্ষীরা কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন

কলারোয়া প্রতিনিধি

কলারোয়ায় ২০২০-২১ অর্থবছরে উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন করা হবে।সভায় মৎস্য কর্মকর্তা রবিন্দ্র নাথ মন্ডল জানান জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কলারোয়া উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, জেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এছাড়া মৎস্য চাষে সফল ব্যক্তি/চাষি/উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান ও মৎস্যচাষ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে। কর্মকর্তা বলেন মৎস্য চাষীদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো সাংবাদিকদের আরোও বলেন আপনারা আমার সহযোগিতা করবেন যেন কলারোয়া চাষীদের সেবা করে যেতে পারি সাথে সাথে কলারোয়ার মাছের চাহিদা মিটিয়ে যেন দেশের বিভিন্ন জেলায় আমদানি করতে পারে মৎস্য চাষীরা।